মাধবপুরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা অর্থদণ্ড

6

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ মাধবপুরে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা, দোকানের সামনে মালামাল রেখে রাস্তা প্রতিবন্ধতা সৃষ্টি করায়, ও মাস্কের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আকতার নেতৃত্বে মাধবপুর বাজারে বুধবার ২ আগস্ট মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করা, জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায়, দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইত্যাদি কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ১৪ টি’র কাজ থেকে ৮৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার জানান, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্কের ব্যবহার ও রাস্তা মালামাল রেখে প্রতিবন্ধকতা কারীদের বিরুদ্ধে মাধবপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।