মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে বৃহস্পতিবার বাদ আছর মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুফাসসিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর যে ভাবে গণহত্যা চালানো হয়েছে তা বিশ^ সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। বিশে^র কোথাও এ ধরনের নিষ্ঠুর বর্ববর নির্যাতন-নিপীড়নের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। রোহিঙ্গাদের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক দমন-নিপীড়ন, পৈশাচিক কায়দায় নৃশংস গণহত্যা, ধর্ষণ, শিশুদের পুড়িয়ে হত্যার পর উল্লাস ও হাজার হাজার ঘরবাড়ী, শত শত গ্রামে আগুন জালিয়ে পুড়িয়ে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার মিশন অব্যাহত থাকলে অদ্যবদি এ পর্যন্ত জাতিসংঘ, বিশ^মোড়ল শক্তি মিয়ানমারের উপর আন্তর্জাতিক হস্তক্ষেপ না করায় এ ধরনের পৈশাচিক কর্মকান্ড বন্ধ হচ্ছে না। বক্তারা অবিলম্বে দমন-নিপীড়নের নামে মুসলিম নিদন বন্ধ না হলে বাংলার মুক্তিকামী জনতা যে ভাবে ১৯৭১ সালে এদেশকে স্বাধীন করেছিলো, প্রয়োজনে আবরো সবাই ঐক্যবদ্ধ ভাবে রাখাইন রাজ্যকে সংগ্রামের মধ্যমে স্বাধীন আরাকান রাষ্ট্রে পরিণত করে সেখানকার মুসলমানদের রক্ষা করবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান। অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, এমাদ উদ্দিন সালিম, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন মাসুম, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ মাসউদ আজহার, শিহাব উদ্দিন খান, খালেদ আহমদ, মাসুম আল মাহদী, মাওলানা আমিনুর রশীদ, হাফিজ আব্দুল করিম হেলালী, প্রমুখ। পরে রোহিঙ্গার নির্যাতিন ও নিহতদের রূগের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি