ছাতক থেকে সংবাদদাতা :
প্রেমের টানে উধাও হওয়া ছাতকের স্কুলছাত্রী ডায়না বেগমকে দু’মাস পর উদ্ধার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ষাটঘরি গ্রামের সাউদি আরব প্রবাসী আব্দুল জলিলের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় ছাতক থানা পুলিশ ডায়নাকে উদ্ধার করে রাতেই ছাতকে নিয়ে আসেন। ছাতক থানায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
জানা যায়, ছাতক উপজেলায় জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের ফনা উল্লার কন্যা ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ডায়না বেগম। গত ৩০ মে গভীর রাতে মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার সৌদি প্রবাসী প্রেমিক আব্দুল জলিলের বাড়িতে স্বেচ্ছায় চলে যায়। এ ঘটনায় গত ৩ জুন তার মা ফুলতেরা বেগম ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১৫) দায়ের করেন।
এ ব্যাপারে সউদি প্রবাসী আব্দুল জলিল মোবাইল ফোনে জানান, পরিবারের নির্যাতন সইতে না পেরে ঘর ছেড়ে তার বাড়ির ঠিকানায় স্বেচ্ছায় চলে আসে ডায়না। নোটারি পাবলিক এর মাধ্যমে ডায়না বেগম তার বিবাহিত স্ত্রী।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোর্টের মাধ্যমে তাদের বিয়ের দাবী করা হলেও মেয়ের বয়স কম হওয়ায় তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।