মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর পৈশাচিক হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার মানববন্ধনে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক মহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি সাধুবাদ জানিয়ে বক্তাগণ বলেন, শরণার্থী শিবিরগুলোতে সকল প্রকার হয়রানী বন্ধ করে তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, লাউয়াই আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মুফতি ফয়জুল হক, মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আসলাম রহমানী, জেলা ইমাম সমিতির জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নুমানী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল বশর, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হালীম আলবাব, সহ দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সদর পূর্ব থানা শাখার সভাপতি মাওলানা তাহসিল উদ্দিন, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা মাহমুদ হাসান, জালালাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা লূৎফুর রহমান প্রমুখ। জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি