গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান বলেছেন, আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতির মামলা নিষ্পত্তির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গঠনে সচেতনতা বৃদ্ধি করাও দুর্নীতি দমন কমিশনের কাজ। শিক্ষার্থীদের দুর্নীতির সাথে জড়িত হওয়ার সুযোগ নেই। তাই শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের একটি বিরাট অংশ দুর্নীতির সাথে জড়িত। তাই প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাই কে এ ব্যাপারে সচেতন হতে হবে। কাউকে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করে দেয়া যাবে না। তথ্যপ্রযুক্তির ভালো ও খারাপ দুটি দিক আছে। অনেক সময় আমাদের শিক্ষার্থীরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করে থাকে। এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়ন কল্পে মাল্টিমিডিয়া ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রকে ডিজিটালাইজেশন করেছেন। ক্লাসরুমে মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সেবার মাধ্যমে শিক্ষার্থীরা আইসিটি জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষার্থীদের শুধু নিজেদের দুর্নীতি মুক্ত থাকলে চলবে না সাথে পরিবার ও সমাজ হতে দুর্নীতি রোধে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে ও দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সকাল ১১ টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সম্বলিত সিলেট জেলা কার্যালয় আয়োজিত ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি আমির উদ্দিন সাদেকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সম্বলিত সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক তৌফিকুল ই সালাম, সহকারী জেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনাম আহমদ চৌধুরী, বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য সেলিম আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য গোলাম মোস্তফা, মো. আলাউদ্দিন, খসরুল ইসলাম, আবুল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাওসার আহমদ, মিছবাহ উদ্দিন, আলমগীর ঈমানী, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সেলিম আহমদ, মকছুদ উদ্দিন, আহাদ আলী সরদার, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, দৈনিক যুগভেরীর গোলাপগঞ্জ প্রতিনিধি অনুপম চন্দ্র নাথ প্রমুখ।