দেশ মাটি মায়ের সমান

37

মোঃ সানাউল্লাহ্

আকাশে লেগেছে মেঘ, অগোচরে বয়ে যায় বেলা,
জমে গেছে মাঠে ঘাটে আবার নতুন করে
রাজনীতি রাজনীতি খেলা।

কে করে নতুন আশা, কার কাছে আছে পাশা
এমন করে আর চেলো না গুটির চাল;
সকলেরই তরে হবে সর্বনাশা!

বরষায় ভাসে দেশ, বাঁচিবার তরে গড়ে ভেলা,
ত্রাণ নিয়ে ছিনিমিনি, অগোচরে বিকিকিনি;
কেউ করে আনন্দ মেলা!

প্রলাপে-বিলাপে শুনি, মুখে মুখে অশালীন ভাষা,
পোশাকে-আসাকে দেখি, ছিমছাম পরিপাটি;
চমকে-ঠমকে সব ঠাসা!

দশ বার ভাবো আগে, ক্ষেপোনা কখনও রাগে,
হয়ে গেলে বড় ভুল, ছিড়বে মাথার চুল;
সকলেরই হবে শেষে সাজা!

দেশ, মাটি, মা সমান, সকলেরই আছে দান
সকলেই ভাই ভাই, কেউ নয় প্রজা;
থাকে না চিরদিন একজনই রাজা।