সিলেট মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

43
সিলেট মেট্রোপলিটন চেম্বার আয়োজিত ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনিরা।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে নগরীর শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনিরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, মামুদ বকস রাজন, মোহাম্মীর হোসেন চৌধুরী, মাওলানা খায়রুল হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর প্রাক্তন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, ৫ম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্য এম. এ. মঈন খান বাবলু, খলিলুর রহমান মাছুম, অনুপ কুমার দেব, সদস্য মো. মঈনুল ইসলাম মঈন, মো. জয়নাল আহমদ রানা, মো. ওয়ালী উল্লাহ, মো. জহির হোসেন, শেখর দে, মো. মামুন হোসেন, অরুপ রায়, সচিব মো. জাহাঙ্গীর হোসেন, এসএমপি’র শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জুয়েল হোসেন ও সিলেট জেলা ব্যবসায়ি সমিতির পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চুনু, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মালিক জাকা, শাহী ঈদগাহ এলাকার গুলজার আহমদ, ফজলুল হক, ফারুক আহমদ, নজমুল ইসলাম এহিয়া, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, রায়হান আহমদ, আনোয়ার হোসেন রাজু, মাহিন আহমদ, কুটন মিয়া, কছির ভূইয়া, কিবরিয়া আহমদ, সাদেক আহমদ, কাইয়ুম আহমদ, বাপ্পি, পাপলু, মোর্শেদ আহমদ, শামসুর রহমান হিরা, মোস্তাক আহমদ, শাহিন প্রমুখ।
৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিত্তি প্রস্তর স্থাপন এর পূর্বে মোনাজাত পরিচালনা করেন মজুমদারি জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল বাছিত।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষে আগামী ফেব্র“য়ারি মাসের তৃতীয় সপ্তাহে নগরীর শাহী ঈদগাহে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হবে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেই মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি