মানবতার কল্যাণে কাজ করাই আওয়ামীলীগের মূলনীতি – ড. মোমেন

69

জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন মানবতার কল্যাণে কাজ Dr. Abdul Mumen Picকরাই আওয়ামীলীগের মূলনীতি। বন্যা দুর্গত মানুষ যাতে কিছুটা হলেও সহযোগিতা পায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সে ব্যবস্থা করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্যের অভাবে যাতে কষ্ট না পায় সেজন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করেছেন। তারই সাথে স্বল্প মূল্যে ১০টাকা কেজিতে চাল প্রদান অব্যাহত থাকবে। গতকাল ৩১ আগষ্ট সকাল থেকে সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রথমে তিনি হাটখোলা ইউনয়নের জৈনকারকান্দি বন্যা কবলিত মানুষকে ত্রাণ প্রদান করেন। পরে টুলটিকর ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে ত্রাণের চাউল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।  টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আলী হোসেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার আলী, নজরুল ইসলাম মেম্বার, জাবেদ সিরাজ, উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, জয়নাল আবেদীন, টুলটিকর ইউনয়ন পরিষদ সদস্য আকবর কবীর ছায়েম, মাহবুব আমীন, হাবিবুর রহমান ফয়সল, সুহিন আহমদ চৌধুরী, কাঁচা মিয়া, আব্দুল মালেক, গিয়াস আহমদ, মোঃ শাহ আলম, মোঃ রাজা মিয়া, আমিনা বেগম, শিরিন আক্তার, সেলিনা আক্তার। বিজ্ঞপ্তি