বিনা খরচে সিটি কর্পোরেশনের পশু জবাইয়ের ২৭টি স্থান নির্ধারণ

23

স্টাফ রিপোর্টার :
কোরবানির পশু যত্রতত্র জবাই না করার জন্য ২৭ ওয়ার্ডে একটি করে নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। যেখানে সবাই পশু জবাই করাতে পারবেন বিনা খরচে। এসব স্থানে পশু জবাইয়ের জন্য সিটি করপোরেশনের নিযুক্ত নিজস্ব ইমাম ও একজন কসাই ও সহযোগী হিসেবে থাকবে আরো একজন। ২৭টি ওয়ার্ড ছাড়াও জেলা প্রশাসনের জন্য আলাদা আরেকটি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে ।
মূলত, বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রথম বারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। তিনি বলেন, নগরীতে আগে যত্রতত্র পশু জবাই হতো। সেই প্রবণতা দূর করে আমরা নগরকে পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় ২৫ হাজার মোবাইল ফোনে নগরবাসীকে এসএমএস করা হয়েছে। সচেতনতার জন্য সাত সহস্রাধিক লিফলেট বিলি করা হয়েছে। ইতোমধ্যে মসজিদের ইমামদের মাধ্যমে জনসাধারণের কাছে বার্তা পৌঁছানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি কসাইদের নিয়ে সপ্তাহ খানেক আগে বৈঠক করা হয়েছে।