ভয়াল বন্যাজল

52

তানভীর আহমেদ (মুসা)

স্বপ্নে ঘেরা সে সোনালি ফসল
বৈশাখী ঝড়ে হয়েছিল ধূলিসাৎ ,
আবার যে এলো ভয়াল বন্যাজল
বাড়িঘর সবই করিল নিপাত।

সহায়-সম্বল আর কিছুই নেই
হলাম যে সর্বহারা-দেউলিয়া,
চোখের জলে ক্ষুধার জ্বালায়
মহা-দুর্যোগের ঘটেছে প্রতিক্রিয়া।

ফুটপাতে কোনমতে সবাই একসাথে
নিয়েছি মাথা-গোঁজার ঠাঁই,
এতো ব্যথা নিয়ে নাজানি
কতো আর চলবে এ লড়াই।

অন্ধ সবাই বন্ধ ঘরে
বিবেকের হলো যে অবসান  ,
মানুষের এমন নিষ্ঠুরতায়
কাঁদে পাথরও ভুলে অভিমান ।