সিলেট -৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামি লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- বীর মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে অতীতে ছিলাম আগামীতে ও থাকব। বীর মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে তাদের আত্ম-ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সর্বভৌমত্ত দেশ পেয়েছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ২৮ শে জুলাই আমি যদি আল¬াহর হুকুমে নির্বাচিত হই সিলেট-৩ আসনের ৩টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যানের জন্য কাজ করে যাব।
হাবিবুর রহমান হাবিব শনিবার (২৬ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডদের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কুটি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক রাজ্জাক হসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, বীর মুক্তিযোদ্ধা সঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিক উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, বীর মুক্তিযোদ্ধা ঈমাদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাছা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জিল¬ুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আজমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুকিত মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির আলী, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আইনুল¬াহ, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মালাকার, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সন্তান কমান্ডের সভাপতি সালা-উদ্দীন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, আফজাল হোসেন লিপু। বিজ্ঞপ্তি