প্রচলিত শিক্ষা ধারার সকল স্তরে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করা সময়ের দাবী – মাওলানা আব্দুল মতিন আছিরগঞ্জী

31

সমাজ জীবনে নবীজীর (স.) আদর্শ বাস্তবায়ন করতে ইসলামি শিক্ষা সম্প্রসারণ করতে হবে। যুগ চাহিদার আলোকে সার্বজনীন ব্যাপক ইসলামি শিক্ষার প্রয়োজন। দেশের প্রচলিত শিক্ষা ধারার সকল স্তরে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করা সময়ের দাবি। এদেশের কওমি মাদ্রাসাসমূহ ইসলামি জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি যুগোপযোগী শিক্ষা দিয়ে আদর্শ নাগরিক সৃষ্টিতে অসামান্য অবদান রাখছে। ইসলামের সঠিক ব্যাখ্যা শিক্ষা দিয়ে কওমি মাদ্রাসা  সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবেলা করছে। এজন্য কওমি মাদ্রাসার কোন ছাত্র-শিক্ষক জঙ্গি তৎপরতার সাথে জড়িত নয়। কওমি মাদ্রাসা জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি করে না, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখে। তাই ইসলামের প্রকৃত শিক্ষার আলোয় কওমি মাদ্রাসার ছাত্র সমাজকে ইসলামি সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। জামিআ’ ফারুক্বিয়্যাহ, সিলেট’র ছাত্র সংগঠন “আল-ফারুক ছাত্র সংসদ”-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে জামিআ’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল  হাফিজ ক্বারী মাওলানা আব্দুল মতিন আছিরগঞ্জী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সোমবার জামিআ’র ছাত্র মিলনায়তনে আল-ফারুক্ব ছাত্র সংসদের জিএস মুহা. জাহিদ হাসানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাদল। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জামিআর শিক্ষা সচিব মাওলানা আব্দুল আজিজ, মাদ্রাসা কমিটির সদস্য মুহা. সুফিয়ান আহমদ, মাওলানা আশিকুল ইসলাম, মুফতি মাহবুবুল হক, মুফতি সৈয়দ নাসির উদ্দিন, হাফিজ মাওলানা গিলমান আহমদ, মাওলানা আমিনুল মতিন মুজাহিদ, মাওলানা জামীলুর রাহমান, ইসলাম উদ্দিন, হাফিজ ইব্রাহিম আলী মিজান, জুবেদ আহমদ, আব্দুল্লাহ সুহাগ প্রমুখ।