স্টাফ রিপোর্টার :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার প্রসার ঘটিয়েছে। বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে। আমরা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়ার মত একটি কঠিন কাজ করতে সক্ষম হচ্ছি, এটা বর্তমান সরকারের অন্যতম একটি সফলতা। শিক্ষামন্ত্রী গতকাল রবিবার সকালে সিলেট নগরীর শাহজালাল উপশহর একাডেমি পরিদর্শন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মন্ত্রী উপশহর একাডেমির সব ধরনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।
শাহজালাল উপশহর একাডেমির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম. শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন একাডেমির আইসিটি শিক্ষক মারজান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান। শুরুতে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মানপত্র প্রদান করে একাডেমীর শিক্ষার্থী সামিয়া চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজাল, প্রকল্প পরিচালক তাহিয়াত আহমদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, শিক্ষামন্ত্রীর বিশেষ সহকারী এডভোকেট আব্বাস উদ্দিন, একাডেমীর পরিচালনা কমিটির সহ সভাপতি ফরিজ উদ্দিন ও প্রফেসর ড. হাসমত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারুল হক, কোষাধ্যক্ষ শফিকুল হক, সদস্য এহতেশামুল হক চৌধুরী, হেলাল আহমদ, আফতাব উদ্দিন, কাজি মুজিবুর রহমান, মর্তুজা আহমদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, হাজী সুনু মিয়া, মিসবাহ উদ্দিন চৌধুরী, বাবলুর রহমান, সালেহ আহমদ, কানিজ ফাতেমা জাহান প্রমুখ।