কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, ৩৩ দিনের অবরোধ-হরতালের নামে ৭৭ জন নিরীহ মানুষ পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে। বিএনপি-জামায়াতের হাত থেকে শিশুরা পর্যন্ত আজ নিরাপদ নয়। হরতাল-অবরোধের কারণে চা রপ্তানী বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সারা বাংলার মানুষকে অবরুদ্ধ করে ও এসএসসি পরীক্ষার্থীদেরকে বিপদে ফেলে নাশকতা চালিয়ে ক্ষমতায় যাওয়ার দু:স্বপ্ন বেগম খালেদা জিয়ার কখনো পূরণ হবে না। পাঁচ বছরের আগে দেশে কোন নির্বাচন হবে না। পুলিশ-র্যাব-বিজিবি আইন শৃংখলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানে নাশকতাকারী পাবেন সাথে সাথে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। তিনি গতকাল রবিবার দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্যাক-জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগের ৪ হাজার চা শ্রমিকদের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক সামছুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, এনটিসি’র ডিজিএম এএফএম শাহাজান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সত্যকাম চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী, সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিংহ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর ব্যবস্থাপক শাহানাজ আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, স্থানীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী পারুল কুরাইয়া প্রমুখ।