নবীগঞ্জে একাধিক ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামী ডাকাত সর্দার বজলু গ্রেফতার

41

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জে একাধিক ডাকাতি ও একটি হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কুখ্যাত ডাকাত সেজলু মিয়া ওরফে IMG_20170825_175449-picsayডাকাত সর্দার বজলু’কে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।  শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর থানার ভিন্নিগাঁও এলাকার মৃত সত্তার মিয়ার পুত্র সেজলু মিয়া ওরফে ডাকাত সর্দার বজলু (৪০) একাধিক ডাকাতি মামলা এবং একটি হত্যা মামলার পলাতক প্রধান আসামী। সাম্প্রতি ডাকাত সর্দার বজলু নবীগঞ্জ উপজেলায় আত্মগোপন রয়েছে এমন সংবাদ পায় নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের সূত্রধরে শুক্রবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে ৬টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ ও এ.এস.আই সোহাগ আহমদ যৌথ নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যা মামলা নং ২২ বর্তমানে মামলাটি মৌলভীবাজার পিবিআিই কাছে তদন্তধীন রয়েছে। এ বিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত বজলুর বিরুদ্ধে একাধিক মামলা ও একটি হত্যা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পানিউমদা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।