রাশেদ বিন শফিক
যাও না বলে শরৎ মেয়ে
কোথায় তোমার বাড়ি,
নাও কো আমায় তোমার সনে
না হয় দিবো আড়ি।
ভরদুপুরে তাল কুড়াবো
তোমার বাড়ি গিয়ে,
দু’জন মিলে খুব বেড়াবো
খোঁপাতে ফুল দিয়ে।
সত্যি বলছি ভয় পাবো না
ঝিঁঝিঁপোকার ডাকে,
দু’জন মিলে জোছনা দেখবো
জানালারই ফাঁকে।
শরৎ মেয়ে এবার বলো
করবে তোমার সঙ্গি,
বেশ হয়েছে টালবাহানা
আর করো না ভঙ্গি।