স্টাফ রিপোর্টার :
সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় গতকাল রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ১৮টি নমুনা পজিটিভ এসেছে। রবিবার ১৪৭টি নমুনা পরীক্ষায় এই ১৮টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, গতকাল শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৭ জন ও সিলেট জেলার ৯ জন রোগী রয়েছেন। এ প্রভাষক আরও বলেন, শাবির ল্যাবে রবিবার ১৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ১৭টি, হবিগঞ্জের ১৪টি, মৌলভীবাজারের ২৯টি ও সিলেটের ৪৪টি ২১টি নমুনা সংগ্রহ করা হয়।