জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের দায়েরকৃত তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জাপার প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ তাজ রহমানের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত/২০১৩) এর ৫৭(২) ধারায় সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জকিগঞ্জ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ইমরোজ তারেক।
বিরোধীদলীয় হুইপ এমপি সেলিম উদ্দিনের বিরুদ্ধে জাপার প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান তাঁর নিজের ফেইসবুক একাউন্ট থেকে কয়েকটি পোষ্টে অশ্লীল মন্তব্য, ইলেকট্রনিক্স মিডিয়ায় ও পত্রিকায় মানহানিকর মিথ্যা, আপত্তিকর মন্তব্য এবং অপপ্রচার করে আসছেন এমন অভিযোগ এনে গত ২২ মে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিরোধীদলীয় হুইপ এমপি সেলিম উদ্দিন। দায়েরকৃত মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে সোমবার জকিগঞ্জ থানার এসআই ইমরোজ তারেক জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাপার প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইমরোজ তারেক জানান, বিশেষজ্ঞদের মতামতসহ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি এ অভিযোগ দাখিল করেছেন।