কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট থানা পুলিশ দুই সাবেক শিবির নেতাকে গ্রেফতার করেছে। গত সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার মহেষপুর গ্রামের মঈন উদ্দিনের পুত্র সাবেক শিবির নেতা সেলিম উদ্দিন (২৮) ও ধনপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র রোমান আহমদ (২৪)কে গ্রেফতার করে পুলিশ। দুই সাবেক শিবির নেতাকে নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন। এদের মধ্যে সেলিম উদ্দিন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন, তাদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। সাবেক শিবির নেতা সেলিম উদ্দিন ও রোমান আহমদ যুবলীগ নেতা নজরুল ইসলাম হত্যা সহ একাধিক মামলার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে। অপরদিকে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ জন গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় কানাইঘাট থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে ঝিঙ্গাবাড়ী ইউপির আমরপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী নজমুল ইসলাম, পৌরসভার দুর্লভপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র ওয়ারেন্ট ভুক্ত আসামী রুহুল আমিন, সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামের মুবশি^র আলীর পুত্র ওয়ারেন্ট ভুক্ত আসামী আফতাব উদ্দিন ও ঝিঙ্গাবাড়ী ইউপির দর্জিমাটি গ্রামের ছয়ফুল্লার পুত্র ওয়ারেন্ট ভুক্ত আসামী জয়নাল আবেদীনকে গ্রেফতার করেন।