সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতি পুষিয়ে দিতে ভিজিএফ এর চাউল সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের অভাব অভিযোগুলো গুরুত্বসহকারে বিবেচনায় এনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণ সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সোমবার দক্ষিণ সুরমা উপজেলার কুচাই, লালাবাজার, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও, বালাগঞ্জ উপজেলার পূবগৌরীপুরে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ’র চাল বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, মোগলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাছিত, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এড. মুহিত হোসেন, সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, আকরাম হোসেন মেম্বার, উপকৃষি কর্মকর্তা প্রাণতোষ দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, সেলিম আহমদ মেম্বার, আব্দুল বাছিত ছোবা মেম্বার, কাবুল আহমদ মেম্বার, শামীম কবির, আব্দুস সামাদ, জয়ন্ত গোস্বামী প্রমুখ। বিজ্ঞপ্তি