গোয়াইানঘাট থেকে সংবাদদাতা :
ভূমি মন্ত্রাণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি কার্য সততা ও নিষ্ঠার সাথে নির্ভুলভাবে সম্পাদন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন। প্রতিটি বিষয়ে দুর্নীতিমুক্ত করতে তিনি জিরো ট্রলারেন্সে অবস্থান করছেন।
গতকাল শুক্রবার সকাল ১১টায় ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৪৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. দৌলতুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাছিরউল্লাহ খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ভূমি নাজরাতুন নাঈম, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী মহিফুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আশিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ প্রমুখ।