জকিগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

42

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা সায়বান বেগম বাদী হয়ে শনিবার রাত ১১টার দিকে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহারে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় জড়িত ৩ জনের নামও উল্লেখ রয়েছে। কিন্তু রবিবার বেলা ৪ টা পর্যন্ত ধর্ষণ মামলাটি পুলিশ রেকর্ড করেনি বলে অভিযোগ করেন ধর্ষিতার মা সায়বান বেগম। গত ৮ আগষ্ট পৌর এলাকার মাইজকান্দিগ্রামের পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুই সন্তানের জনক কাওসার আহমদ ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে ধর্ষক কাওসার ও কতিপয় লোকজন। অবশেষে ধর্ষিতার মা সায়বান বেগম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের দ্বারস্থ হলে আসকের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক রাকিব আল মাহমুদ ধর্ষিতাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করান। ধর্ষিতার মা সায়বান বেগম জানিয়েছেন, ধর্ষক কাওসার আওয়ামীলীগ নেতা হওয়ায় পুলিশ এখনো আমার মামলা রেকর্ড করছেনা। মামলা দিয়ে অনিরাপত্তায় রয়েছি। মামলা প্রত্যাহার করতে কাওসারের পক্ষের লোকজন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।