কাজিরবাজার ডেস্ক :
রাশিয়া থেকে খাদ্য আমদানি বা ওই দেশে খাদ্য রফতানির ওপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি যুক্তরাষ্ট্র। ইউক্রেনের ওপরে আক্রমণের কারণে অন্য বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও রাশিয়ার খাদ্য ও সার বাণিজ্যে কোনো বিধিনিষেধ নেই।
রবিবার (১৭ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক ফ্যাক্ট শিটে জানানো হয়, রাশিয়ার সারসহ খাদ্যপণ্যের উৎপাদন, বিক্রয়, পরিবহনের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
এতে আরও বলা হয়, ইউক্রেন এবং রাশিয়া থেকে খাদ্যশস্য যাতে বিশ্ববাজারে পৌঁছাতে পারে, সে জন্য দৃঢ়ভাবে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এছাড়া বৈশ্বিক খাদ্য সরবরাহে প্রভাব কমানোরও চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।