সারাদেশে খুন-গুম, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিপিবি-বাসদ-বামমোর্চার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাসদ সিলেট জেলা মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটে সিটি পয়েন্টে সমাবেশ করে বিক্ষোভ মিছিল জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
বাসদ সিলেট জেলা শাখার সময়ন্বক কমরেড আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক ফ্রন্ট জেলার নেতা নাজমুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য মামুন ব্যাপারী, ইব্রাহিম মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর নেতা সঞ্জয় শর্মা, সামী আহমদ, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচা তো দূরের কথা নিজের নিরাপত্তা নিয়ে বাঁচতে পারছে না। দেশে মানুষ মানুষ এখন জিম্মি, নারী ও শুধু নির্যাতন বেড়েই চলেছে। প্রতিদিন অব্যাহত ভাবে খুন-গুম হচ্ছে।
বক্তারা বলেন আরও বলেন, মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা, সরকার মানুষের নিরাপত্তা দিতে পুরোপুরি ভাবে ব্যর্থ।
তাই মহাজোট সরকারের খুন-গুম, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এবং দ্বিদলীয় বৃত্তের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানান বাসদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি