প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই ————- মাহমুদ উস সামাদ এমপি

47

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী IMG_3809বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই বেশি বেশি করে বাড়ির আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দ্বারে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণে মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। বিশেষ করে ফলজ ও ঔষধি গাছ মানুষের জন্য উপকারী। নিজেদের উৎপাদিত ফলমূল স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ এতে কোন ফরমালিন থাকেনা। তাছাড়া বনজ গাছ বিক্রির মাধ্যমে অর্থনৈতিক ফায়দা হাসিল হয় এবং আমাদের আসবাবপত্র তৈরীতে সহায়তা করে। তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও পরিচর্যা করা।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রাণোতোষ দাস পান্নার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসের, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান পারভেজ রনি। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান। উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল, উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাজী চুনু মিয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, শ্রমিক লীগ নেতা কিবরিয়া আহমদ অপু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম আব্দুল বাছিত সেলিম। বিজ্ঞপ্তি