কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এর শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে কমলগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালাচ্ছে কমলগঞ্জ থানা পুলিশ। গত এক মাস ধরে মাদকের আড্ডাগুলোতে পুলিশ প্রতিরাতে হানা দিচ্ছে। পুলিশী অভিযানে ২১ মাদক ব্যবসায়ীকে আটক করে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা ১০০ লিটার চোলাই মদ, ১৬টি গাঁজার গাছ, দেড় কেজি গাঁজা, জাওয়া ২২০ লিটার ও স্পিট ৫ লিটার। পুলিশের দাবী, চলমান মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িতরা আত্মগোপনে রয়েছে। অপর দিকে সচেতন নাগরিকরা বলছেন, মাদক নির্মূল করতে হলে চুনুপুটি নয়, রাগববোয়ালদের আইনের আওতায় আনতে হবে।
পুলিশ সূত্র জানায়, বিগত সময়ে মাদকের বিরুদ্ধে আমরা কাজ করলেও মৌলভীবাজার পুলিশ সুপার যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান জোরালো হয়েছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এরই শ্লোগানকে সামনে রেখে কমলগঞ্জ থানা পুলিশ কমলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে জুলাই মাস থেকে কাজ শুরু করেছে। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাদককারবারীরা পুলিশি অভিযানে তটস্ত। বিগত এক মাসে চাবাগানসহ মাদকের আড্ডাগুলোতে খবর পাওয়া মাত্রই অভিযান পরিচালিত হচ্ছে। জুলাই মাসে ২১ জন কে আটক করা হয়। ১৩টি মামলা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা ১০০ লিটার চোলাই মদ, ১৬টি গাঁজার গাছ, দেড় কেজি গাঁজা, জাওয়া ২২০ লিটার ও স্পিট ৫ লিটার।