১৯৬৬ সালের ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়ার নামে তাঁর বাস্তভিটায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার নয়াগ্রামে দৃষ্টিনন্দন এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমদ। পরে শহীদ মনু মিয়া স্মৃতি ট্রাস্ট ইউএসএ ইনকের কোষাধ্যক্ষ মহি উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
বাংলাদেশস্থ শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সদস্য সচিব খালেদ জাফরী ও সমন্বয়কারি ওয়ালী মাহমুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাজি মতিউর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালীক ফারুক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক আজিজুস সামাদ শামীম, বিয়ানীবাজার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফয়ছল আহমদ, শহীদ মনু মিয়ার পরিবারের পক্ষে তাঁর ভাতিজা গৌছ উদ্দিন খান খোকা।
অনুষ্ঠানে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপত প্রিয়তোষ চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী সাগর দাশ চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আকছার আহমদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, বিয়ানীবাজার পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলী হোসেন, সাংবাদিক আবু তাহের রাজু, মামুনুর রশীদসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শহীদ মনু মিয়ার নামে নয়াগ্রাম রোডের নামকরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রস্থ শহীদ মনু মিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। বিজ্ঞপ্তি