স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে ২ বাই সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বারখলা এলাকায় অভিযান চালিয়ে
পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও গ্রামের মৃত যতী মালাকারের পুত্র বর্তমানে বারখলা রমিজ মিয়ার কলোনীর বাসিন্দা সুমন (২২) ও বিয়ানীবাজার থানার খালপাড়ের মৃত পুতুল আহমদের পুত্র বর্তমানে কদমতলী মুজিব মিয়ার কলোনীর বাসিন্দা মো: বাবলু (২৮)।
অভিযোগে জানা গেছে, গত ১৭ জুন সকাল পৌনে ৯ টার দিকে দক্ষিণ সুরমা বারখলা গ্রামের মৃত জমির আলীর পুত্র আশিক আলী চন্ডিপুল কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তার ব্যবহৃত সাড়ে ৭ হাজার টাকা দামের নীল রংয়ের ফনিক্্র বাই সাইকেল বসত ঘর হতে বারান্দায় রেখে পরিধেয় কাপড় পরিবর্তন করার জন্য তিনি ঘরের ভেতর প্রবেশ করেন। এ সুযোগে চোররা যথাস্থান থেকে তার বাইসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে আশিক আলী বাই সাইকেলটি যথাস্থানে না পেয়ে তাৎক্ষণিক আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে সাইকেলটির কোন সন্ধান পাননি। এক পর্যায়ে গতকাল শুক্রবার আশিক আলী জানতে পারেন সুমনের কাছে বাই সাইকেলটি রয়েছে। এ খবর আশিক আলী দক্ষিণ সুরমা থানার এসআই মো: আব্দুর রহিমকে জানালে তিনি বারখলা থেকে সুমন ও পরে বাবলুকে আটক করেন। পরে তাদের তথ্য মতে চুরি হওয়া বাই সাইকেলটি নগরীর শাহজালাল উপশহর পশ্চিম তেররতন সাহান মিয়ার কলোনীর ভাড়াটে আসাদ মিয়া (২০)’র হেফাজত হতে উক্ত বাই সাইকেলটি উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে যান। এ ঘটনায় আটককৃতসহ অজ্ঞাতনামা চোরদের আসামী করে আশিক আলী বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।