দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীর অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ। তিনি ছিলেন উত্তম চরিত্র ও মহানুভবতার আধার। কল্যাণকর প্রতিটি কাজেই তিনি সর্বোত্তম আদর্শ। নবী করিম (সা.) এর জীবনাদর্শের মধ্যেই রয়েছে সর্বময় কল্যাণ। তাই নীতি-নৈতিকতা: সততা, কর্তব্যনিষ্ঠাসহ ভালো গুণাবলী অর্জনে সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দিতে হবে। সিলেট নগরীর টুলটিকর এলাকায় সিরাতুন্নবী (সা.) উদযাপন ও অংকুর সাহিত্য পাঠাগারের উদ্যোগে রচনা, কুইজ, নাত, ক্বেরাত ও আযান, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
১২ নভেম্বর শুক্রবার রাত ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও ছড়াকার কামরুল আলম, গীতিকার সেলিম আহমদ খান, গীতিকার মো. মুজিবুর রহমান। বক্তব্য রাখেন, অংকুর সাহিত্য পাঠাগারের সহ সাধারণ সম্পাদক লাভলু হোসেন রাজু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল আজিম, এডভোকেট শামীম, টুলটিকর জামে মসজিদের সভাপতি জুনেদ আহমদ, শরীফ আহমদ, এনামুল হক চৌধুরী, পিয়ার উদ্দিন পিয়ার, খোরশেদ আহমদ, আফসার আহমদ, শওকত আহমদ, বাবুল সিদ্দিকী, আলিম উদ্দিন, সৈয়দ আজহার হোসেন ওমর, আব্দুল মুকিত, আবিদ সামি, মো. শাহরিয়ার, কামিল আহমদ, রাকিব আহমদ, নাজিম উদ্দিন দুলাল প্রমুখ। বিজ্ঞপ্তি