কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকা পড়া বাংলাদেশিদের দুই দফায় ফেরত আনার পর তৃতীয় দফায় প্রত্যাবর্তন শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ দেশটির চেন্নাই থেকে ১৬২ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
শুক্রবার ২টা ৫০ মিনিটে চেন্নাই থেকে আসা ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, চেন্নাই থেকে দুই শিশুসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
ভারতের চেন্নাতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরাতে তৃতীয় দফায় আরও চারটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো যথাক্রমে আগামী ৯, ১০, ১৩ ও ১৪ মে বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পৌঁছাবে।
এদিকে সম্প্রতি এক বার্তায় ঢাকাস্থ দিল্লির বাংলাদেশ জানায়, কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই ছাড়াও বেঙ্গালুরু থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার কাজ করছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পর্যাপ্ত যাত্রীসংখ্যা ও অনুমোদন পাওয়ার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু হয়েছে।
কলকাতা থেকে ১০ মে বেলা আড়াইটায়, মুম্বাই থেকে ১২ মে বেলা আড়াইটায়, বেঙ্গালুরু থেকে ১৩ বা ১৫ মে বেলা আড়াইটায়, দিল্লি থেকে ১৪ মে বেলা আড়াইটায় ফ্লাইটগুলো বাংলাদেশের উদ্দেশে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে সবচেয়ে বেশি আটকা পড়ে দেশটির চেন্নাইতে। মূলত এখানে বেশিরভাগ বাংলাদেশি নাগরিকর চিকিৎসা করাতে গেছে বলে জানা যায়।