ওসমানীনগরে শিক্ষক সমাবেশ ॥ শিক্ষকদের অবহেলিত রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়

30

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
চাকুরী জাতীয়করণের দাবিতে পূর্ব ঘোষিত শিক্ষক সমাবেশ কর্মসূচী অংশ হিসাবে ওসমানীনগরে শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন সূত্রধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক মুমিনুর রশিদ, প্রদীপ কুমার দেব, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, সুশীল চন্দ্র দেবনাথ, শামীম মিয়া, আনোয়ার হোসেন, ইলিয়াস মিয়া, নেপাল চন্দ্র দেবনাথ, মহসিন আলী, সাজেদা খাতুন, শাকিলা জেসমিন প্রমুখ।
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের অবহেলিত রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়। বর্তমানে শিক্ষকদের সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। শিক্ষকদের নৈতিক দাবি উপস্থানের জন্য শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলেও শিডিউল দেয়া হচ্ছে না। চাকুরী জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের অবহেলার হাত থেকে রক্ষা করতে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। আগষ্ট মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষকরা আন্দোলন কর্মসূচী থেকে দুরে রয়েছে। চাকুরী জাতীয় করণের দাবি বাস্তবায়নের জন্য আগামী মাসে কঠোর কর্মসূচী গ্রহণের হুঁশিয়ারী দেন তারা। সমাবেশে কুরআন তেলাওয়াত করেন শিক্ষক আবদুল মতিন এবং গীতা পাঠ করেন জনক চক্রবর্ত্তী। সমাবেশে উপজেলার ২১ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।