শ্রমিকলীগ নেতা প্রকৌশলী এজাজুল হক এজাজ ও তার সঙ্গী বাহিনী কর্তৃক বিভিন্ন স্ট্যান্ড দখল ও শ্রমিক নেতা মাশুক মিয়া এবং রুহেল মিয়ার উপর নৃশংস হামলার প্রতিবাদে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা বুধবার দক্ষিণ সুরমা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন, শোকের মাসে পরিবহন শ্রমিক ইউনিয়নগুলো কঠোর কোন কর্মসূচী পালন থেকে বিরত আছে। তাই স্বার্থলোভী নামধারী নেতারা সুযোগে এই হামলা চালিয়েছে। তিনি অনতিবিলম্বে শ্রমিক নেতা মাশুক মিয়া ও রুহেল মিয়ার উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। পাশাপাশি তিনি অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সকলের মতামতের ভিত্তিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য আজ বৃহস্পতিবার সকাল ১২টায় বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন তামাবিল স্ট্যান্ডে এক মানববন্ধনের ডাক দিয়েছেন। এতে পরিবহন শ্রমিক ও নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরি সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সদস্য শাহজাহান, জামাল আহমদ, শামীম, আলতাফ চৌধুরী, মৌলভীবাজার শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, উপশহর শাখার সভাপতি নাসির বেপারী, সাধারণ সম্পাদক অনুর চৌধুরী, তামাবিল শাখার আহ্বায়ক আজমল আলী, যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া, মোঃ বাদশা মিয়া, চন্ডিপুল শাখার সম্পাদক গিয়াস মিয়া, মাশুক মিয়া। বিজ্ঞপ্তি