কানাইঘাটে পৃথক বাজারে হামলায় শিক্ষার্থী সহ দুই জন গুরুতর আহত

57

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট বাজারে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে পৃথক দু’টি ঘটনায় আবুল বাশার (৫৫), আব্দুল 1 pIC 2কাদির নামে শিক্ষার্থী গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট পূর্ব বাজারে সাতবাঁক ইউপির চাপনগর গ্রামের মৃত আনোয়ার উল্লার পুত্র বাশার মঞ্জিলের সত্ত্বাধিকারী আবুল বাশার (৫৫) কে অতর্কিত হামলা চালিয়ে আহত করা হয়। এঘটনার জন্য আহত আবুল বাশার ও তার আত্মীয় স্বজনরা একই গ্রামের সামছুদ্দিনের পুত্র নজরুল ইসলাম রেদোয়ান (৩০) ও মুদরিছ আলীর পুত্র কামাল উদ্দিন (২৫) কে দায়ী করেছেন। হামলাকারীরা আবুল বাশারকে মেগ লাইট দিয়ে মাথায় আঘাত করে কপালে ও নাকে রক্তাক্ত জখম করে এবং তার কাছ থেকে নগদ টাকা ৬৯ হাজার ৫শত টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। আহত আবুল বাশারকে বাজারের লোকজন উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মানিক মোল্লার পুত্র কলেজ শিক্ষার্থী আব্দুল কাদির (২২) কে পাশর্^বর্তী নয়াখলা গ্রামের কানাইঘাট বাজারের ব্যবসায়ী বাবুল আহমদ ও তার পুত্র সেবুল আহমদ, ভাতিজা সুহেল ও জুয়েল কানাইঘাট বাজার মসজিদ মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে একা পেয়ে কাদিরকে ধারালো চাকু দিয়ে উরুতে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় মসজিদ মার্কেট ও বাজারের আতংক ছড়িয়ে পড়ে। গুরুতর অবস্থায় আব্দুল কাদিরকে তার আত্মীয় স্বজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ব্যবসায়ী বাবুল আহমদকে রাতেই কানাইঘাট থানা পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ নিয়ে নয়াখলা গ্রামের বাবুল আহমদ গং ও আব্দুল কাদিরের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। আব্দুল কাদির গুরুতর আহত হওয়ার সংবাদ পেয়ে তার স্বজন ও বন্ধুরা হাসপাতালে ছুটে যান। এ নিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। খবরে পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেন। থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া জানিয়েছেন, কানাইঘাট বাজারে পৃথক দু’টি অপ্রীতির ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। আব্দুল কাদিরের উপর হামলার ঘটনায় বাবুল আহমদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় পৃথক এ দু’টি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন।