স্টাফ রিপোর্টার :
নগরীতে গত ২ দিনে তীব্র গরমে এক পশলা বৃষ্টিতে নাগরিক জীবনে একটুখানি স্বস্তি নেমে এসেছে। গতকাল সোমবার সকাল থেকে সিলেটের আকাশে ছিলো মেঘের আনাগোনা। অবশেষে বিকেল ৩টার দিকে নেমে আসে কাঙ্খিত এক পশলা বৃষ্টি।
এর আগে গত রবিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল থেকে সিলেটে গরমের তীব্রতা কমে যাওয়ার আভাস ছিল। এদিকে, চলতি সপ্তাহজুড়েই বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এই তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এজন্য সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।