সিলেটে ওসমানী হাসপাতালে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নূরজাহান ওরফে কাকন বিবিকে দ্বিতীয় বারের মত দেখতে যান সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। এসময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগের উপপরিচালক (উপসচিব) দেজিৎ সিংহ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)) সৈয়দ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপ-সচিব এসএম ফেরদৌস, এনডিসি মো. আতাউল গণি ওসমানী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত চক্রবর্তী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনন্দা রায়।
জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কাকন বিবির চিকিৎসার খোজ খবর নেন এবং তার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার কাকন বিবির চিকিৎসার্থে আবারো ১০হাজার টাকা প্রদান করেন । এর আগে তিনি তাকে দেখতে গিয়ে ১০ হাজার টাকা প্রদান করেছিলেন। বিজ্ঞপ্তি