টোকাই বলে

10

নিলুফার জাহান :

খালি পায়ে ছেঁড়া জামা
পথে ঘাটে বেড়াই ঘুরে
মানুষ আমায় টোকাই ডাকে
কষ্ট থাকে হৃদয় জুড়ে।

খাবার খুঁজি দিনের বেলা
সবার কাছে দুহাত পেতে
ফেলে দেয়া জিনিস কুড়াই
বাঁচি সবই খাবার খেতে।

রোদে পুড়ি, বৃষ্টি ভিজি
রাস্তার পাশে বসে থাকি
ফুটপাতেই ঘুমিয়ে পড়ি
নতুন দিনের স্বপ্ন আঁকি।

একটু খানি খাবার পেলে
খুশি মনে শুয়ে পড়ি
দূরে সরায় লোকে আমায়
তবু বাঁচার চেষ্টা করি।

মানুষ জনের কাজও করি
তবুও কেন টোকাই বলে
সরে যা তুই বলে লোকে
সর সর বলে ঘৃণার ছলে।