ছাতকে পৃথক অভিযানে মদ ও জিরাসহ আটক ৪

28

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পৃথক অভিযানে সিএনজি অটো-রিক্সাসহ ভারতীয় একটি মদের চালান ও ১৯ কেজি জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় বৃহস্পতিবার রাতে ছাতক থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে জাউয়াবাজার ইউনিয়নের বরকাপন পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ২শ’৩৪ বোতল ভারতীয় মদসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের হাছন আলীর পুত্র ইসলাম উদ্দিন, একই এলাকার কালা মিয়ার পূত্র জয়নাল মিয়া ও রামপুর গ্রামে আলতাব আলীর পুত্র আবদুল হক। এ ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। একই দিন সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাঁও নামক স্থানে সড়কের হাইওয়ে পুলিশ চেক পোষ্ট বসিয়ে ১৯কেজি ভারতীয় জিরাসহ পরিতোষ মোদক নামে একজনকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুরা গ্রামের রাধা মোদকের পুত্র। এ ঘটনায় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই শাহজাহান মিয়া বাদি হয়ে চোরাচালান বিষয়ক আইনে থানায় অপর মামলা রুজু করা হয়। আটককৃতদের শুক্রবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।