ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক পৌরসভায় ৪টি প্যাকেজে ২৬ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ চারিতায় মেয়র আবুল কালাম চৌধুরী এই উন্নয়ন কাজের তথ্য তুলে ধরেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ইউজিপ-৩ মাধ্যমে প্রতিষ্ঠার পর পৌরসভার উন্নয়ন ক্ষেত্রে এটিই সবচেয়ে বৃহৎ উন্নয়ন কার্যক্রম বলে পৌর কর্তৃপক্ষ দাবি করেন।
তিনি বলেন, চলতি অর্থ বছরে আরো প্রায় ১২ কোটি টাকার সুরমা নদীর তীরে রিভার বোট ল্যান্ডিং ও রিভারভিউ স্থাপনসহ আরো ১৫টি বিভিন্ন প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ৪টি প্যাকেজের মধ্যে রয়েছে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ ৩৯টি পাকা সড়ক ও প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ৪০টি পাকা ও প্রসস্থ ড্রেন। এসব পাকা রাস্তা ও ড্রেন সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪৫৭ টাকা। ছাতক শহরকে অত্যাধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে ইউজিপ-৩ প্রকল্পের সহায়তায় এক সাথে কার্য়ক্রম চলছে। রাস্তায় ও ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন হলে পৌর নাগরিকসহ প্রায় দেড় কোটি মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে।