ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষে ২০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আদিপত্য বিস্তার নিয়ে ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দু’পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয়নিয়ে কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘর্ষে গুরুতর আহত নজির (৪২), বদরুজ্জামান (২৮), সাইস্তা (২৫), মুকিত (৩০), আব্দুর রহিম (২৯), আজিজুল ইসলাম(৩২), আতিকুর রহমান(২৫)সহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াকুব ও আঙ্গুরসহ ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।