ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতের হালনাগাদ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ। একই স্থানে বসে তালিকা প্রস্তুতের কাজ করা হচ্ছে বলে একাধিক জনপ্রতিনিধিসহ সচেতন মহলের অভিযোগ।
চলতি মাসের ২৫ জুলাই থেকে নতুন ভোটার তালিকা প্রস্তুতের কাজ চলছে। কোন নিয়ম-নীতি অনুসরণ না করেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করা হচ্ছে বলে দায়িত্বশীল অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। হালনাগাদ কার্যক্রমে একইস্থানে বসে ইচ্ছা মতো তালিকা প্রস্তুত করা হচ্ছে। অনেক ভোটারই অদক্ষ কর্মীদের দ্বারা তাদের নাম-ঠিকানা ভুল লিপিবদ্ধ হওয়ার আশংকা করছেন। ফলে নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে বিপাকে পরতে হয় এসব ভোটারদের। ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার আলী আশরাফ তাহিদ বলেন, একটি পরিচ্ছন্ন হালনাগাদ তালিকা তৈরীতে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলে মৃত ব্যক্তিদের নাম বাদ পড়ত। একই স্থানে বসে তালিকা প্রস্তুতের কারনে নতুন ভোটাররা হয়রানীর শিকারও হচ্ছেন। দোলারবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের জানান, হালনাগাদ দায়িত্বে থাকা কর্মীরা ফরম সংকটের অজুহাতে অনেক নুতন ভোটার তালিকায় নাম তুলতে পারছে না। তারা এক জায়গায় বসে গোটা এলাকার আন্তাজ নির্ভর তালিকা তৈরী প্রস্তুত করছে দায়সারা ভাবে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্যআব্দুস সহিদ জানান, তালিকায় থাকা মৃত ব্যক্তিদের নাম বাদ দেয়া হচ্ছে না। একটি পরিচ্ছন্ন হালনাগাদ তালিকা তৈরীতে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার বিধান থাকলেও দায়িত্ব প্রাপ্তরা তা করছেন না। ফলে প্রকৃত ভোটাররা অনেক ক্ষেত্রেই বাদ পড়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি তার জানা নেই। তবে আগামী ৩ জুন কমিটির সভা আহবান করা হয়েছে।