সাহেব মাহমুদ :
মন হারালো মনের বাড়ি
ঠিকানা নেই কোন মনে,
নেই লোকালয়,মেঘলা আকাশ
দুঃখ গুনি বসে বনে।
সবুজ পাতা হলদে বরণ
বিরহী সুর গানে গানে,
মুখের উপর বন্ধ দুয়ার
পাইনি কিছু কোনখানে।
চোখের তারায় বালির পাহাড়
কল্পনাতে তোমার ছবি,
মায়া চাদর নিয়েই ঘুরি
ভোর আকাশে অস্ত রবি।
যোজন দূরে সোনালি চাঁদ
পায় না শোভা হাতে এসে,
শিথিল শরীর শীর্ণ নদী
রহস্যময় ভালোবেসে।
জীবনের এই আবরণে
অভাব দেখে গহনরাতি,
হাতে নিয়ে দাঁড়িয়ে আছি
ছায়ামূর্তির সেই সে বাতি।