মেয়র আরিফের দেওয়া এয়ার কন্ডিশন ফিরিয়ে দিল ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ॥ কাঁকন বিবির চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন পরিচালক

25

স্টাফ রিপোর্টার :
একাত্তরের নারীযোদ্ধা কাঁকন বিবি বীরপ্রতীকের সুচিকিৎসা নিশ্চিতের প্রতিশ্র“তি দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। গতকাল সোমবার দুপুরে হাসপাতালে কাঁকন বিবিকে দেখতে গিয়ে তিনি এ প্রতিশ্র“তি দেন।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, কাঁকন বিবির জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য মেডিকেল সার্ভিস ছাড়াও সবধরনের চেকআপ প্রয়োজনে বাহির থেকেও করানো হবে। ১০১ বছর বয়সী কাঁকন বিবি গুরুতর অসুস্থ অবস্থায় গত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায়, সহকারী পরিচালক ডা. আলা উদ্দিন, আরএম জেনারেল ডা. অরুন কুমার বৈষ্ণব, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ডা. মুশফিকুজ্জামান, ডা. জুবায়ের, ডা. অসীম, ডা. আফজালুল আলম, ডা. রণি, ডিপ্লোমা নার্সেস এর সভাপতি পরিমল বণিক, সাধারণ সম্পাদক রেখা রানী বণিক, নার্সিং কর্মকর্তা ইসরাইল আলী, পিএটু পরিচালক সাইফুল মালেক, মো. রওশন হাবিব, সুধাংশু কুমার প্রমুখ।
আরিফের দেওয়া এয়ার কন্ডিশন ফিরিয়ে দিলো ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ : বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি বীরপ্রতীকের জন্য দেওয়া আরিফুল হক চৌধুরীর এয়ার কন্ডিশন ফিরিয়ে দিয়েছে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে আরিফের পক্ষ থেকে একটি এয়ার কন্ডিশন ওসমানী হাসপাতালে পাঠানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।
হাসপাতালের কর্মকর্তারা বলছেন, সরকারী হাসপাতাল থেকে সরকার থেকে পর্যাপ্ত সহযোগিতা প্রদান করা হচ্ছে বিধায় বাইরের সহযোগিতা গ্রহণ করা হয়নি।
জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি কাঁকন বিবিকে গত রবিবার দেখতে যান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ওই কক্ষে এয়ার কন্ডিশন স্থাপনের দাবি জানানো হলে সিটি মেয়র কাঁকন বিবি যে কেবিনে ভর্তি রয়েছেন সেখানে একটি এয়ার কন্ডিশন (এসি) প্রদানের ঘোষণা দেন। পরবর্তীতে এই কেবিনে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানের জন্যও হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন আরিফ। এ সময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকও উপস্থিত ছিলেন।
প্রতিশ্র“তি মোতাবেক সোমবার বেলা ২ টার দিকে হাসপাতালে এয়ার কন্ডিশন প্রেরণ করেন আরিফ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই এয়ার কন্ডিশন গ্রহণ করেনি। এর আগেই হাসপাতালের পক্ষ থেকে ওই কেবিনে একটি এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গত রবিবার আমি কাঁকন বিবিকে দেখতে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন ওই কেবিনে একটি এয়ার কন্ডিশন দাবি করেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বাজেটের স্বল্পতার কথা জানান। তাই আমি এটি ঘোষণা দেই। অথচ আমি ঘোষণা দেওয়ার পরই বাজেটের ব্যবস্থা হয়ে গেলো। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমার উপহার নিতে না চাইলে আগের দিনই বলতে পারতেন। কিন্তু উপহার পাঠানোর পর তা ফিরিয়ে দেওয়া জনগণের নির্বাচিত প্রতিনিধির সাথে অনেকটা অশোভন আচরণ। আরিফ বলেন, তারপরও তো আমি ঘোষণা দেওয়ায় একটি এয়ার কন্ডিশনের ব্যবস্থা হলো। তাতে জনগণই উপকৃত হবে। এটিই ভালো খবর।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, এটি একটি সরকারী হাসপাতাল। সরকার থেকে এখানে পর্যাপ্ত সহযোগিতা প্রদান করা হচ্ছে সকল রোগীর জন্যই। এখানে বাইরের কোন সহযোগিতার প্রয়োজন নেই। কাঁকন বিবির শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে জানান পরিচালক।