হাজেরা সুলতানা হাসি
আমরা যখন আয়েশ করে
খাচ্ছি বসে খাবার,
পথ শিশুটা ডাস্টবিনেতে
খুঁজে তখন আহার!
এই শীতে খুব আরামে
জড়াই গায়ে চাদর,
পথ শিশুতে কাঁপছে শীতে
পথ মাঝে থরথর।
ওদের পানে একটু যদি
বাড়াও ওই হাত,
হাসবে ওরা খুশিতে খুব
কষ্ট যাবে নিপাত।
খুব বেশি না একটু তাই
এসো কিছু করি,
ভালোবাসে গরিব দু:খির
হাতটা এসো ধরি।