ফুলের ছড়া

5

নিলুফার জাহান

আমার গাঁয়ে ভেসে আসে
নানান ফুলের ঘ্রাণে,
দেখে চোখটা জুড়ায় খুশির
ছোঁয়া লাগে প্রাণে।

চারিদিকে সুবাস মাখা
ভরা ফুলে ফুলে
সকাল বিকাল গন্ধ ছড়ায়
হৃদয় আমার দুলে।

গোলাপ, জবা, টগর ফোটে
পানি দিলে মালি।
ফোটে কেয়া, জুঁই কামিনী,
গাঁদা চাঁপা ডালি,

বকুল, শিউলি, পপি কদম
আর শেফালীর সাজ
হাসনা হেনা, শাপলা, বেলি
কনকচাঁপার বাজ।

মৌমাছিরা মধু আনতে
যায় যে ফুলের বনে,
ফুলের মালা বানায় কেউ যে
অনেক খুশি মনে।