ছাতকে স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার ভাঙ্গন রাস্তা মেরামত

56

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের বুড়াইগাঁও বাজার থেকে আলমপুর গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার পাকা ভাঙ্গন রাস্তা স্থানীয় যুবকদের CHHATAK ROAD-01উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত কাজ শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে এরাস্তায় স্বেচ্ছায় মেরামতের কাজ শুরু করা হয। ফলে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। জানা যায়, উপজেলার বুড়াইগাঁও বাজার থেকে আলমপুর গ্রাম পর্যন্ত প্রায় ২কিলোমিটার পাকা রাস্তা দীর্ঘদিন থেকে মারাত্মক ভাঙ্গন ও গর্ত ছিল। এতে স্থানীয় জনগনের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শেষ ছিল না। এ রাস্তায় চলাচলকারি সাধারণ যাত্রীরা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসি বার-বার আবেদন-নিবেদন করে কোন সুফল হযনি। অবশেষে স্থানীয় যুবকরা স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করে শনিবার সকাল থেকে কাজ শুরু করা হয়। তাদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোকজন। স্থানীয় মাঞ্জিহারা, দাহারগাঁও, তেরাপুর, আলমপুর ও ঘিলাছড়া গ্রাম থেকে ৪০হাজার টাকা এবং ইউপি চেয়ারম্যান বিলাল আহমদের কাছ থেকে ২৫হাজারসহ মোট ৬৫হাজার টাকা সহায়তা নিয়ে যুবকরা সংস্কার কাজ শুরু করে। এসময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, নুর উদ্দিন, আব্দুল ওয়াদুদ ছামী, নিয়ামত আলী, নাজমুল হোসেন, জয়নাল মিয়া, কালা মিয়া, নুরুল আমিন, খছরু মিয়া, আব্দুল কাদির, ইউনুফ আলী,  সোনাফর আলী, রবিউল হাসান, সিরাজুল, আবুল বশর, হাফেজ শাহজাহান, নুর আহমদ, আব্দুল কুদ্দুছ, শাহ আলম, আরিছ আলী, ইসলাম উদ্দিন, আইয়ুব আলী, সালাহ উদ্দিন প্রমুখ।