ছয়টি ঋতু সত্যি প্রয়োজন

45

মাযহারুল ইসলাম অনিক

ভাদ্র আশ্বিন দু মাস মিলে একটি ঋতু আসে,
নদীর দু কূল যায় ভরে যায় শুভ্র কাশে কাশে।

মল্লা মাঝি গান ধরেছে নানান সুরে সুরে,
দুঃখগুলো যাচ্ছে দেখো পাখির মতো উড়ে।

বৃক্ষগুলো দিচ্ছে দেখো নানান রকম ফুল,
সাদা মেঘে উড়ছে দেখো ঐ যে পক্ষীকূল।

কিন্তু এখন কালো ধোয়াই সব করেছি শেষ,
মাসের পরে মাস চলে যায় পায় না ঋতুর রেশ।

তাইতো বলি সবাই শোন সবুজ করি রোপণ,
মনের মাঝে দুঃখগুলো হবে দেখো গোপন।

সুস্থ ভাবে বাঁচতে হলে চায় যে সতেজ মন,
ছয়টি ঋতু তারই সাথে সত্যি প্রয়োজন।