বৃক্ষরোপণে বনবিভাগের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন সিলেটের মায়া রাণীধর। আজ ১৬ জুলাই রবিবার রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তর থেকে তিনি পুরস্কার গ্রহণ করবেন। সিলেটে বৃক্ষরোপণ ও উৎপাদনে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত হন। এর পূর্বে সিলেট বিভাগীয় পর্যায়ের আয়োজি বৃক্ষমেলায় একাধিক বার প্রথম পুরস্কার পেয়েছেন মায়া রানী ধর। নগরীর দাড়িয়া পাড়াস্থ পুরাতন মেডিকেল সংলগ্ন সিলেট নার্সারীর স্বত্ত্বাধিকারী হিসেবে তিনি বিভিন্ন গাছের চারা উৎপাদনে অবদান রাখাসহ গাছের পরিচর্যা ও গাছের যতœ নেয়ার প্রশিক্ষণ দিয়েছেন তার প্রতিষ্ঠান। বাড়ির সাদে অথবা আঙ্গিনায় ফল ও ফুলের গাছ লাগানো এবং কারিগরি পদ্ধতিতে সহযোগিতা করছে তার প্রতিষ্ঠান। পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি জানান, আজ এ পুরস্কার পেয়ে আনন্দিত। এ পুরস্কার তার কাজে আরো উৎসাহ যোগাবে। আগামীতেও তিনি ব্যপক ভাবে সবুজের পরিচর্যা করে যাবেন। বিজ্ঞপ্তি