পরীক্ষার্থী ৭০ হাজার, শাবির ভর্তি পরীক্ষা আজ

7

স্টাফ রিপোর্টার :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১০০ টি সংরক্ষিত আসনসহ মোট ১৭০৩ টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন মোট ৭০ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন পরীক্ষার্থী।
এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শুক্র ও শনিবার সিলেটে আসবেন প্রায় দেড়লক্ষ মানুষ। কিন্তু সিলেটের সবগুলো হোটেল ও রিসোর্ট মিলিয়ে ধারণ ক্ষমতা ১০ হাজারের বেশী নয়। ফলে পরীক্ষার জন্য সিলেটে আসা ৯০ ভাগ মানুষই সিট পাচ্ছেন না হোটেলে। ফলে যারা গতকাল শুক্রবার সিলেটে এসে পৌঁছাবেন তাদের হোটেলে সিট পাওয়ার কোন সুযোগ নেই।
হোটেলগুলোতে কথা বলে জানা গেছে, প্রায় দু’সপ্তাহ আগে শুক্র, শনি ও রবিবারের রুমগুলো বুকিং হয়ে গেছে। খালি নেই সিলেটের নিম্নমানের হোটেলগুলোর রুমও। এছাড়া, দেশের বিভিন্ন এলাকা থেকে ভর্তি পরীক্ষার্থীদের একটি বড় অংশ আজ সিলেটে আসছে। ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সিলেটগামী ট্রেন ও বাসের টিকেট সঙ্কট দেখা দিয়েছে। এতে করে পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।
গতকাল সিলেটে আসা ৬/৭ জন শিক্ষার্থী জানান, সিলেট নগরীর জিন্দাবাজার, দরগাহ, আম্বরখানা, বন্দরবাজারসহ বিভিন্ন এলাকার আবাসিক হোটেল ঘুরে কোন সিট পাননি। ফলে গতকাল শুক্রবার কোথায় রাত্রিযাপন করবেন এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন।
এ ব্যপারে জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড ভিউর পরিচালক ইশতিয়াক হামিদ ইফতি বলেন, ভর্তি পরীক্ষার্থীরা আগে থেকেই হোটেলের রুমগুলো বুকিং করে রেখেছেন। কাল রবিবার পর্যন্ত রুম খালি নেই। গতকাল শুক্রবার অনেকেই হোটেলে রুম খুজতে এসেছেন তাদের বেশীরভাগই পরীক্ষার্থী কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বিকাল আড়াইটায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে শুধু রাত্রিযাপন করে পরীক্ষা দিয়েই ভোগান্তির শেষ নয়। শনিবার দুপুরের পর থেকে সিলেট থেকে দেশের অন্যান্য এলাকায় যাওয়ার কোন বাস বা ট্রেনের সিট খালি নেই। এমন অবস্থা ২৮ অক্টোবর সোমবার পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশী আসন সংকট চট্টগ্রামগামী বাস ও ট্রেনগুলোতে। কারণ রবিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সিলেটে পরীক্ষা শেষ করে বেশীরভাগ পরীক্ষার্থীই সরাসরি চট্টগ্রামে অংশ নিতে যাবেন।
এ ব্যপারে এনা পরিবহণের সোবহানিঘাট এলাকার টিকেট বুথের ইনচার্জ জানান, ২৮ অক্টোবর পর্যন্ত সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার কোন বাসের সিট নেই। একই অবস্থা ঢাকার পথেও। তবে ঢাকাগামী ২-১টি বাসে কিছু সংখ্যক সিট খালি আছে। এদিকে সিলেট রেলেওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে গিয়েও দেখা গেছে একই অবস্থা। ২৮ অক্টোবর পর্যন্ত সিলেট থেকে চট্টগ্রাম কিংবা সিলেট থেকে ঢাকা যাওয়ার কোন ট্রেনের সিট খালি নেই। আর ২৭ অক্টোবর উদয়ন ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকায় চাপ আরো বেড়েছে বলে জানা গেছে। বাস ট্রেনের চাপ পড়েছে বিমানেও। সিলেট-ঢাকা রুটে যাতায়াতকারী বিমানগুলোর ওয়েবসাইট ঘুরে দেখা গেছে ২৮ অক্টোবর পর্যন্ত টিকেট সংকট। তবে কিছু কিছু ফ্লাইটের টিকেট থাকলেও সেগুলো সাধারণ সময়ের চেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে।