সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেন, প্রবাসীরা সবসময় আর্তমানবতার সেবায় অবদান রেখে যাচ্ছেন। দেশের যে কোন দুর্যোগময় সময়ে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের পাশাপশি ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসেন। অনেকে ব্যক্তিগত উদ্যোগে আবার সম্মিলিত ভাবেও সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তাদের এ ধরনের সাহায্য-সহযোগিতা প্রশংসার দাবী রাখে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৪ জুলাই শুক্রবার বিকেলে প্রবাসী নিয়াজ এ খান এর ব্যক্তিগত অর্থায়নে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে সাইফুল আলম রাজ্জাক এর সভাপতিত্বে ও মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবু খান, জয়ফুর রহমান পারভেজ, জমিরুল ইসলাম বাবলু, জুয়েল খান, আজিম উদ্দীন, রঞ্জিত দেবনাথ, আব্দুল আউয়াল কয়েস, হাজী আবু মিয়া, সাংবাদিক মামুনুর রশীদ, শাহজাহান শাহ, জুনেদ আহমদ, শাহীন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযেুদ্ধা কামন্ডার আকরাম হোসেন, মাশার আহমদ শাহ, জুনেদ আহমদ, জমিরুল ইসলাম বাবলু, ইকবাল, কিবরিয়া, মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মওদুদ আহমদ আদিল। বিজ্ঞপ্তি