কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সাধারণ সভা সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের পরিচালনায় উক্ত মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ সাঈদ এনাম, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ সহ মাসিক উন্নয়ন সভার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত ১৫-১৬ অর্থ বছরের স্থানীয় এমপির বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের সঠিক সময়ে তালিকা দিতে না পারায় কাবিটা প্রকল্পের ১৫ লক্ষ ৫৫ হাজার টাকা ফেরত যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে কানাইঘাটের উন্নয়নের জন্য বরাদ্দকৃত কোন অর্থ যাতে ফেরত না যায় এব্যাপারে এমপি সেলিম উদ্দিনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেই সাথে উপজেলার চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন এবং সরকারের নেওয়া প্রদত্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাদের আন্তরিকতার সহিত কাজ করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম আহ্বান জানিয়েছেন।